জোছনা
(সনেট)

গোধূলি পেরিয়ে রাত আসে পৃথ্বী নীড়ে,
ফাগুনে সরিৎ কোলে বসি আনমনে
মহীতে শশাঙ্ক জাগে বৃক্ষ ছায়া চিরে
নিমেষে প্রভার স্রোত বইছে গগনে।
শুভ্র চাঁদের হাসি উথলি মুষড়ে
ধরিত্রীর ভালে টিপ  পড়ছে পবনে
তারার মালারা রয় দূরের প্রান্তরে
নদী জলে শত চাঁদ ভাসছে প্লাবনে।

আলোর ঝরনা ধারা মনন চঞ্চলে,
আপ্লুত হৃদয় মম সূচি জোছনায়!
কলমে জোয়ার আসে কবির হৃদয়,
গুনগুনে গান গাই শিল্পী নই বলে।
জোছনা ভরা রজনী রূপ ক্ষণকালে ;
দিগন্তে লাজুক বধু ক্ষণে যায় চলে।

রচনাঃ ১৬ অক্টোবর ২০২৪।