জোয়ারে ভাসা
(আয়না সনেট)

জোয়ারে ভাসানো তরী চলে কল কলে,
বহুদূরে যেতে সাধ ভরা নদী জলে!
যেথা রয়েছে মৌচাক শত অলি ঘোরে,
সেথা ভাগ্যদ্বার খোলে লুটে আসে ফিরে!

উড়ে যেন পঙ্খীরাজ সহায় পবনে—
নড়ে নাকো মনোরথ কুড়ায় আপনে,
বিপরীত স্রোতে নাহি বায়ু পালে লাগে ;
হিত পরিবেশ পেতে যেতে হবে আগে!

উজান ঠেলে নির্বোধ কিনারা না পায়!
অজ্ঞান বিভবহীন তরী বৈরী বায়।
চাটুকার রাজ্য পায় বসুধার নীতি!
শক্তিধর হয়ে ওঠে সমাজের রীতি।

বিবেকের মৃত্যু ঘটে অসাধু করমে ;
স্রোতের জোয়ারে ভাসা বিনাশ ধরমে।


    রচনাঃ ১৫ অক্টোবর,২০২৪।