জীবনস্মৃতি
(গীতি কবিতা)
জীবন পাতায় পাতায় রেখেছি রে বৃতি
ধরার খাতায় খাতায় ভরেছি রে স্মৃতি,
কত সুখগাথা গীতি
কত দুখগাথা যতি।।
আহা! হরষে বিষাদে
আহা!বরষে নিনাদে
অগোচরে ছুঁয়ে গেল অজানা কোন প্রীতি,
গুমরে গুমরে উঠে মম বেদন রাতের ভীতি।।
জোয়ার জোছনায় কার নীরব ছায়ায়
হৃদ কন্দরে মায়ার টানে আমায় সে দোলায়,
তার গন্ধরাজের সুবাস
তার মায়াজালে উদাস
গিরি সম চাওয়া-পাওয়া বহে মনমুগ্ধ বাতাস;
তার রূপের সুধার টানে আমায় কৌমুদী আকাশ,
ব্যাগ্র নয়ন অধীর হৃদয় হেরিতে তার মূরতি।।
রচনা: ০৮ ডিসেম্বর, ২০২৪।