জীবন নাশি জল


হে জীবন রূপী জল,কী দোষে পাষাণ!
ডুবিয়েছ ঘর-বাড়ি নেমে এসে ঢলে;
অথৈ পাথার সিলেট তব রোষানলে!
জলেতে বন্দি জীবন  কষ্ট সীমাহীন।
স্রোতে ভাঙ্গে জনপদ গাড়ি ভাসে জলে;
নদীর উদরে যায় গাঁ গঞ্জ ভবন,
বন্দর  শহর 'পরে ভেলা-নৌকা চলে
ঠাঁই নাই তীর নাই আঁধারে জীবন।

যাপিত জীবনে গড়া সুখের নিবাস
প্রলয়ে নিমিষে যেন তাসের আগার;
ধনী-গরিব কে জন, পেয়েছে নিস্তার!
রান্নার হাঁড়িতে শিশু জলে বসবাস।
তিলে তিলে গড়ে ওঠা পুণ্য জনপদ;
বহুরূপী  জলে আজি নিধন শ্বাপদ।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ১৯ জুন, ২০২২