৷৷ জীবন খাতা।।
পাতা খসে পড়ে
জীবন খাতা থেকে
তরুণ তরুণী দম্পতিদের উল্লাস,
হাতে হাতে গুচ্ছ গুচ্ছ ফুল
কেউ রাঙায় কেশ
উথলি ওঠে প্রেম,হৃদয় দ্বারে
গোটা পৃথিবী জুড়ে।
শীতের শৈত্য আবরণ
পর্দা ওঠতে শুরু সবে
পান্ডুর বিবর্ণ পল্লব ঝরে;
ক্ষয়িষ্ণু জীবনের ন্যায়
হিসেব কষা হয় না কখনো
হৈ হুল্লোড়ের ভিড়ে।
জীবন খাতার নতুন পাতা
খোলার কেবল প্রহর গোনা
কখনো ভেবে দেখা হয় কি?
ফেলে আসা সেই দিন
কভু না আসে আর ফিরে!
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৪/০২/২০২২