জীবন পুষ্প
কুসুমিত যাচা চলার পথ
প্রত্যাশা সকলে—
ফুলের রূপ সৌরভে প্রাণিকুল মুগ্ধ;
উড়ে বেড়ায় বিভোর মন।
ললিত সুধার মায়াডোরে বন্দী যেন
পুষ্পরাগে পাগলপারা চিত্ত,
ক্ষণিকে খসে পড়ে দুখ।
পৃথ্বী নীড়ে বাঁচার সাধ চিরদিনে—
গভীর মিল রয় পুষ্প ও জীবন।
প্রাতের ফোটা ফুল বিকেলে ঝরে যায় ;
জীবের প্রাণ চিরতরে নয়,
কষ্টকর সাধনায় মানুষে কীর্তি গড়ে
ফুলের ন্যায় বিকশিত জীবন জীবের,
কালের স্রোতে সব বাঁধন ছিঁড়ে যেতে হয়।
অস্থায়ী পুষ্প ললিত সুরভি প্রাণ,
বিত্ত বিভব ভরা জীবন যাচি সকলে—
দুখ তরীতে ভাসা জীবনও
ফুলের মত নিতে হয় প্রস্থান।
রচনা: ২১ নভেম্বর ২০২৪