যষ্টি রূপ
(পলিনড্রম সনেট)
আগমে শোনায় ধ্বনি ধরাতে অতিথি
ব্যোমে ইন্দু জাগে পুবে স্বাদুত্যের তিথি,
মাতৃক্রোড়ে হাসে নব স্বজন পুলকে;
ভূধরে সদৃশ শম ভরেছে কনকে।
আত্মজ প্রথম বাড়ে আদুরে শাসনে
সাঁঝ সকাল সতত তাগিদ পঠনে,
ভগ্নি-ভ্রাতা কী সাযুজ্য!রচে মায়া নীড়ে;
মাতা-পিতা অপত্যরে দিয়েছে উজারে।
স্কন্ধে ভারি বোঝা আজি ব্যস্ততা করমে
ছন্দে ফেরা শত চেষ্টা বুঝে সে মরমে,
দিতে পাড়ি সিন্ধু সদা প্রাণপণে চেষ্টা;
যেতে হবে বহুদূর নাহি তার তেষ্টা।
যষ্টি রূপে দরশন মাতৃ-পিতৃে দিলে;
সৃষ্টি যার বসুমতি তাঁর কৃপা ভালে।
রচনাঃ২৫/৯/২০২০,ডালবুগঞ্জ
(পুত্রের জন্মদিনে।)