যেথা তব আসর
(গীতিকবিতা -লোকজ)
প্রভূ কোথা বলো রে মম জগত সংসার
পথ ভোলা পথিক আমি
নাই রে আমার কোনো বাসর।।
তোমায় পাবার নিত্য আশে
নিশি কাটে নিদ বিনে অহর্নিশে
আমি চলছি সন্ধানে ছিঁড়েছি বাঁধন মায়ার।।
ঠিকানা বিহীনে যাত্রা আমার
তাই এই গমন অজানার
শেষ কোথা জানিনে তবু শত চেষ্টা কাঙালের।।
তোমা ছাড়া ধরাতে আছে কি পাবার
চারিদিকে হেরি শুধু সবই আঁধার
তব হৃদয়ে ঠাঁই দিয়ে আমায় করো সিন্ধু পার।।
অতৃপ্ত হৃদে মম বাসনা বারবার
চায় দরশন শুধু একবার
হেথা তুলে নিও দুখিরে যেথা তোমারই আসর।।
রচনাঃ২৫/০৪/২০২৩