জেগে ওঠো আশরাফ নিদ্রা নাহি আর,
অশ্রুগঙ্গা বহে দেশে আগমন আশে;
লঘু শব্দে তোমারই পরিমিত ভাষে,
কোটি জনতা গর্জে ওঠে বার বার।
কাঁদে ভগ্নিনেত্রী আজ ভ্রাতা নেই পাশে,
মহা বিজয়ে কোথা সে প্রাজ্ঞ কন্ঠস্বর?
পাখি রব শাখে পুষ্প ভোরে রবি হাসে
সবই বিষে!ফিরে এসো তুমি আবার।
ভয়ভীতি প্রলোভন রাজনীতি ঘিরে;
হে কালজয়ী,স্পর্শ করেনি তোমা মনে-
নির্মোহ বিনয় আর অহঙ্কারহীনে;
অবিচলে সদা তুমি চাটুকর ভিড়ে।
যোগ্য পিতৃের গর্বিত পুত্র মহীয়ানে;
আশরাফ আতরাফ ভেদ দিলে গড়ে।
---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ০৪/০১/২০১৯
[কালজয়ী রাজনীতিক মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম-এর প্রয়াণে।]