জেগে ওঠো
জেগে ওঠো বরকত সালাম রফিক জব্বার
তোমাদের এই দীর্ঘ ঘুম জাতি চায় না আর।
ইতিহাস রচেছিলে রক্তের পাথারে
বুনেছিলে স্বাধীনতার বীজ;
বপনে বপনে অঙ্কুরিত হয়
ওঠে এক পতাকা রক্তাক্ত সবুজ।
কাল প্রবাহে তোমাদের রক্তের সিঁড়ি ধরে
এক সাগর রক্ত গঙ্গায়
অশ্রুঝরা মা-বোনের সম্ভ্রম বিনিময়ে
অঙ্কিত হয় এক মানচিত্র বাংলায়।
চিরদিন ভালোবাসা আকাশ বাতাস
হরিৎ আঁচল বিছানো সরিৎ কোলে
সারি সারি বিটপীর মূলে মূলে
সোনায় সোনায় ভরা ক্ষেতে
পবন যায় রে ঢেউ খেলে
বাঙালি হৃদয় জুড়ে মেতে।
আজ দিশেহারা আমার সোনার বাংলা
তোমাদের দীর্ঘ নিদ্রায়,
আবার এসো ফিরে দেশ মাতা নীড়ে
তোমাদের বিনে সব অসহায়।
বাঞ্ছিত পথে চলতে এ জাতি,
ভীষণ প্রয়োজন আজ দেখাতে গতি।
রচনাঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫।