যত রাত তত প্রাত
(আয়না সনেট)

বসুমতি চুষে আলো  লগনে গোধূলি
যতি হয় দিবসের ছায় ঘোরকলি,
ধরণীর বুকে নামে ধীরে ধীরে নিশি
যামিনীর কালোথাবা পরে দিশিদিশি।

ক্ষণতরে নিশি যাপা;  ক্রমে ক্রমে নাশে
গভীরে যতই যায় ঊষা দ্বারে কাশে,
নিশাকর অবসানে প্রাত উঁকিদেয়
দিবাকর বিভা ঘনে নতুন আশায়।

নিশীথ আঁধার কাটে কালচক্রে স্রোতে
হিতভিত্ ধরাতলে সুকোমল  প্রাতে,
বিভীষিকা দূরীভূতে রোদ ঝলমলে
কুহেলিকা পিষ্ট-চূর্ণ রজনী পোহালে।

দুঃখের দহন জ্বালা যতই পোড়ায়;
সুখের পাখিটা উড়ে ততই ঘনায়।

     রচনাঃ ১৬ মার্চ, ২০২৫।