গুহাবাসী চলে আজি যন্ত্র নিয়ন্ত্রণে;
দেহ-মনে শ্রম হ্রাসে সৃষ্টিসুখ ক্ষরে,
দূষণে ভরা বায়ু-জল বিষ জর্জরে
শিল্প নিঃসৃত ধোঁয়া হানে নীল গগনে;
ধ্বংস দ্বারে ক্ষিতি ক্ষয়িষ্ণু ওজোন স্তরে,
রণ লিপ্সু মারণাস্ত্র যুদ্ধ ময়দানে
হৃদয়জ শান্তবৃত্তি অপঘাতে মরে;
জীব-বৈচিত্র্যে লুপ্ত রূপ যন্ত্র জীবনে।
যন্ত্র সভ্যতা যদিচ সমৃদ্ধির মূলে;
দুর্ঘটনা ব্যাধি বিস্তারে জীবন নাশে,
নগ্ন কৃত্রিম বন্দি দশার মুক্তি আশে
অন্তহীন নীলিমা দর্শিতে আঁখি মেলে,
বৃক্ষলতা ঘ্রাণে স্বপ্নে বিভোর উচ্ছ্বাসে
যান্ত্রিকতা অমরত্ব মনুষ্যত্ব বলে।
------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১২/১০/২০১৮