জননীর মায়া
(গীতি কবিতা—লোকজ)

মা-জননী রে—
কোন গগনের তারা বনে ছেড়ে গেলে রে।।

ঊষায় জাগে রবি আঁধার কাটে প্রভায়
নিশিতে কৌমুদী হাসে স্নাত জোছনায়
নিদ নাহি আঁখিতে মোর
বালিশ সিক্ত অশ্রু নীরে রে।।

তব মমতার আঁচলে বেহেশত সুখ মেলে
এতিম বানিয়ে আমায় কোন্ কাননে রলে
আমি স্নেহহারা উদাসী শূন্য মহী 'পরে!
ধরিত্রী  বিত্ত বিভব সব লাগে নিঠুরে রে।।

শত সুখ দূরে ঠেলে ক্লীষ্টে লালন-পালন
নাড়ি ছেঁড়া ধন বলে দিবা যামে যতন,
শিরে ধরে রাখার সুযোগ কেনো দিলে নারে!
সেবিতে যাচি মাতা সন্ধান দাও এক বারে রে।।

ধরাধামে যশ খ্যাতি সব অসার আজি
তব চরণ দু'টি মম রতনের রাজি
মাতৃহারা সন্তান আমি কেমনে বাঁচিরে!
সেবা-যত্নে যত ত্রুটি ক্ষমিও আমারে রে।।

অসুস্থ ক্ষণে শিরে পরশ শিয়রে বসি
আগলে রাখো তব কোলে বিনিদ্র নিশি,
অপত্য সুখে সব ব্যথা ভুলে যাও রে!
নিঃস্বার্থ সোহাগ-স্নেহ ভুলিবো কেমনে রে।।

প্রলয়ে নিখোঁজ খবরে পতিত মৃত্যু শয্যায়
সহসা মা ডাক ধ্বনি জনম দুঃখি রে জাগায়
বুকে জড়ায়ে কান্না বারি গঙ্গা বহে ঘরে!
মাতৃত্ব কৃপা বলে আদুরে ধন ফিরে রে।।

  রচনাঃ ০১ নভেম্বর, ২০২৪।