অাকাশে মেঘের ডাক মিলায়ে সুদূরে;
বৈশাখী বায়ু বহে সর্বত্র সন্ধ্যাকালে,
এক কান্না বাঁশি বাজায় হৃদয় ভরে
আত্মজার অশ্রুকণা মুক্তা হয়ে জ্বলে।
নয়নে লাগে রবির হাসি গৃহ ঘিরে;
গভীর পুলকে মেতে ওঠে কোলাহলে,
পরপারে মাতৃ মম ফিরেছে কুটিরে;
সহোদর হর্ষে গায় বরণে মহলে।
ভূলোকে ইন্দু প্রভা তারই আগমনে;
পুলকিত হৃদয় মম নব পরশে,
সোহাগে মাতৃরূপ দিয়েছে জগদীশে;
সতেরো পেরিয়ে যায় আজি এ লগনে।
শুভ জন্মদিন,জীবনে চলো হরষে;
গিরিচূড়াসম খ্যাতি ছড়াও ভুবনে।
--------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
--------রচনাঃ ২৪ এপ্রিল,২০১৮