জন্মদাত্রী
=======
স্বর্গসুখের প্রাচুর্যতা কল্পনাময়,
মা!এক দৃঢ় বন্ধন মধুময় সুখ স্মৃতি
তোমা বিনে মহীতে স্বর্গ কী করে হয়?
জন্মদাত্রী! যেন এক প্রগাঢ় প্রশান্তি।
নাড়িছেঁড়া ধনটি বলে নাই অস্বস্তি,
জীবনের সব নি:শ্বাস রেখেছ বাজি--
সুশীতল ছায়ায় আগলে দাও তৃপ্তি।
তুমি নেই রাতভর অশ্রুজলে খুঁজি।
প্রিয় মুখ যেন আদর্শের চিহ্ন বহে;
ধরা বক্ষে কেমনে রব তোমা বিহনে!
স্পর্সে কেটেছে দিবস মম ক্ষণে ক্ষণে,
নাহি কেহ আর সদা দুঃখ-জ্বালা সহে।
অমৃত লভি জননীর আঁচল তলে,
বিয়োগ ব্যাথায় ভাসি সদা আঁখি জলে।
অধ্যক্ষ দেলওয়ার হোসেন
১১/৫/২০১৭