যুগে যুগে চলে অনাচার-অবিচার
মর্তলোকে শান্তি সাম্য প্রতিষ্ঠার তরে
দ্বাপর যুগে আগমন ধরিত্রী নীড়ে
কংশের কারাগারে ঔজ্জ্বল্যে মাতৃক্রোড়।
কলুষ দূরীভূত এ বিশ্ব চরাচরে
জীব আত্মার বন্ধন সুদৃঢ়ে পৃথ্বীর,
প্রাণিকুলের অসৎ কার্য পরিহারে
উদয় পরম আত্মা পুরুষোত্তমের।

আজি এই পুণ্য তিথির পুণ্য লগনে
চিন্ময় সম্পর্ক হোক সদা অমলিন,
অমর বাণী জন্মাষ্টমীর শুভক্ষণে
চিরসত্য সাব্যস্ত হই প্রকাশমান।
ঐক্যবদ্ধে চলি শাশ্বত পরিমার্জনে
কুসংস্কার বর্ণভেদ করি নিরসন।

-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ০২/৯/২০১৮