—জানা নেই—

নির্জন ঘন অরণ্য মাঝে
হেঁটে চলছি অজানা পথে
কোথাও নেই চলার চিহ্ন
উদ্দেশ্যহীন, গন্তব্য জানা নেই।

শির উপরি বৃক্ষ শাখে
কাকগুলো কা কা করে
কী বারতা দিচ্ছে আমায়
গহিন অরণ্য মাঝে, জানা নেই।

কখনো দামাল হাওয়া বহে
গাছপালা উপড়ে ফেলে
উড়িয়ে নিতে চায় ঝড়ে
আঁকড়ে ধরার চেষ্টা,কেনো পারি না—জানা নেই।

সুদীর্ঘ আবর্তিত পথের
শেষ প্রান্তে এসে দেখি
ভূমিতে লাশের স্তুপ
কী দশায় নির্মম পরিহাস!জানা নেই।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ০৯/০৭/২০২১