জ্বলে নিরন্তর

তৃপ্ত কর তৃষা মম পূর্ণ কর প্রাণ
তব বসুধা আগারে আশে ব্যথাতুরে;
সুখচ্ছায় শম পয়ে প্রতীক্ষার থান
পিয়াসী হৃদয় মম চাহি সকাতরে।
আঁখি নীরে ঢালো জ্যোতি দাও প্রতিক্ষণ
হেরিতে তব সদন হৃদয় পাথারে,
শত শাপে নাশে প্রাণ প্রভূ কর ত্রাণ;
হৃদ জুড়ে ব্যথা পূরে জ্বলে নিরন্তরে।

অফুরান প্রেমসুধা  কিঞ্চিৎ বিস্তর;
কিরণে তব ভুবনে বাঁচে জনে জনে,
তুলে নাহি নাও প্রভা খোলো কৃপা দ্বার;
ভ্রান্ত পথে চলা সব মেদিনী কাননে।
'করোনা' অন্ধ ধারণা সর্বস্ব আঁধার;
ধনে-জ্ঞানে পিছু কোথা! বিশ্ব বোকা বনে।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ০৬/০৬/২০২০