জলাঞ্জলি
(গীতিকবিতা)

কার বিনে নিশিদিনে
তন্দ্রাহীনে রই জাগরণে
নেই আলোকে এই ভূলোকে অহর্নিশে
ব্যাথায় জ্বলি।।

বিজনে কার হৃদয় কোণে বিষে বানে
সীমান্তে তার বেদন ছবি বলছে কথা অশ্রু ফেলি।।

তার অশ্রু জলে পাথার ফুলে উর্মী দোলে
আছড়ে পড়ে মাটির কোলে।
সেই আঁখি জলে ঝর্ণা ঢলে
বিষের যাতন যায় না ভুলি।।

তার ব্যথার বীণা তানে—সারাক্ষণে
জ্বলে পাবক হারানো দুখ গুমরে ওঠে
দিয়ে সবই জলাঞ্জলি।।

    রচনাঃ ১৪ জুলাই, ২০২৪