~জাফলং নদী তটে~
গগনে মিশেছে চূড়া পাশাপাশি সহোদরে
শীর্ণকায় প্রস্তর নদী বহমান তার মাঝারে।
ভ্রাতৃ গিরিদ্বয়ের শীতল জলে
পাথরে পাথরে ডুবডুবি খেলা চলে
ঝরণার স্রোত বহে জাফলং বুকের পরে।।
এক সেতু দু'য়ে মাঝে রচে বন্ধন
নিশিদিন তার পরে চলে কত যান
সবুজের আল্পনা এঁকে দিয়েছে মহীশ্বরে।।
স্বচ্ছ সলিলে নদী তলদেশে
শতরূপে পাথুরে ফুল হাসে
উথলা প্রাণে ছোঁয়া লাগায় সবে শীতল নীরে।।
গিরিতলে পাথুরে চরে
নয়ন জুড়ায় মনোহরে
বিধাতার দান আঁখি সার্থক গিরি জল পাথরে।।
রচনাঃ২১/১২/২০১৯
(জাফলং, সিলেট।)