জড় বস্তু সুরে
(গীতিকবিতা)

জড় বস্তুতে যদি এত সুর হয়,
তবে কেন সুর হয়না জীবন্ত হৃদয়।

বাশঁরী সুরে জেগে ওঠে রাই
মধুর মোহন বাঁশি বাজায় কানাই,
তারে তারে ভাসে তান কাঠের দোতারায়।।

কীর্তনে প্রাণ আনে নিষ্প্রাণ খোলে
মরা কাঠে সুর হারমোনিয়াম ঢোলে,
দেবতা জাগায় নিস্পন্দ ঘন্টায়।।

ঢাকের শব্দ বিনে হয় নাকো পূজন
প্রাণহীন বেহালায় জাগে সুরের মূর্ছন,
লোকগীতি মধুময় বাউলের একতারায়।।

শাস্ত্রীয় সুরে লাগে জড় তানপুরা সেতার
সারেঙ্গী সরোদ বীণা রবাব সুরবাহার,
তাল লয় তবলার শুষ্ক চামড়ায়।।

সুরের মূর্ছনায় ডুবে মানব হৃদয়
সে সুর সৃষ্ট মরা জড় বস্তু কৃপায়,
স্পনন্দিত হৃদে সুর কভু না হয়।।

  রচনাঃ২৩ জুন,২০২৪।