ইনায়া'র জন্য ছড়া
(১)
ছোট্ট দিদি চঞ্চলা
কথন ভারি মিষ্টি,
বুদ্ধিতে নেই জুড়ি
বিধাতার অমোঘ সৃষ্টি।
নাম তার ইনায়া
সুরক্ষা যত্নে শ্যেনদৃষ্টি,
সুরেলা কন্ঠ তার
ছড়িয়ে পড়ুক কৃষ্টি।
(২)
পুষ্পিত করো জীবন তোমার
ওঠো খ্যাতির গিরি চূড়ে,
কাটুক তম আসুক শম
এই বসুধা নীড়ে।
বেড়ে ওঠো আকাশসম
শৌর্য-বীর্যে বীরে,
জ্ঞান শিখার দীপ জ্বালো
দেশ মাতা তরে।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১১/১০/২০২১,ঢাকা