নীতির রাজা যত কৌশল ভরপুরে;
দৈন্যদশা ভোগিরা এখন নব ছলে,
বিশেষ মৌসুমে ব্যগ্র ময়দান ছেড়ে
পবিত্র দিবসে নীতিহীন কান্ড চলে।
স্বার্থ চরিতার্থে অপচেষ্টা ইফতারে;
ধার্মিক কর্মে পশ্চাতে নাহি কোন দলে,
অগ্রযাত্রায় চেপে বসে বামের শিরে;
রাজনীতির লাস্ট চান্সে ব্যস্ত সকলে।
রোজাদারে ইফতার দেয় পুণ্যবানে;
সিয়াম সওয়াব তারই ভাগ্যে জোটে,
অযাচিত কথন নহে এ পূর্বক্ষণে;
কতিপয়ে আজাবের পরিত্রাণ ঘটে।
ইফতার কখনো নয় অতিরঞ্জনে;
বরকতময় মুহূর্ত পুণ্যক কাটে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১১ মে,২০১৮