জমেছিলো জল বিন্দু বিন্দু চোখের কোণে
ঘুমে ঘুমেই চলে যান বাঁধন কেটে ওপরে,
কোটি ভক্তের অশ্রুসিক্তে চিরদিনে
সুরের বীর হারিয়ে যায় সব ছেড়ে।
বোবা বনে কিছু নাহি বলে কোন ক্ষণে;
পাহাড়ের কান্না দেখে সবে ;যার সুরে
আজি দূর থেকে সব অনুভব গিরি সমানে,
নীরবে বয়ে গেছে ঝরনাধারা বহুদূরে।
মায়ামাখা কন্ঠ জাদু তোমা মহাপ্রয়ণে-
গেঁথে রয়েছে সবই ভক্তের হৃদয় মন্দিরে,
কত ভালোবাসা তোমায় জানতে কি মনে?
এত সব ফেলে বিদায় নিলে কী করে।
এভাবে তড়িঘড়ি ব্যক্তিত্ববান প্রস্থানে-
কান্নায় ভাসে মেঘ আর বোবা পাহাড়ে,
বৃষ্টির কাছে কান্না শিখে পালায় ভয় গগনে;
আজি কোটি চোখে বৃষ্টি বহে সর্বত্র অঝোরে।
------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ০৯/০৫/২০১৯