হৃদয় দিয়ে ডাকি
(গীতিকবিতা)

তাঁরে ছলনায় ডাকিও না
হৃদয় দিয়ে ডাকিও—
তাঁরে অনাদরে স্মরিও না
সদা ভালোবেসে স্মরিও।।

হে প্রভূ মম বিগ্নে জীবন
এ হৃদয় জুড়ে  চলছে দহন
তুমি অধম তরে নও পাষাণ
তাই করুণা দিয়ে তুলিও।।

চাই প্রভূ পূরাতে বাসনা
কোন্ পথে করি তোমার ভজনা
সাধ আছে সাধ্য কি তা অজানা
সেই সত্য পথ আমায় দেখাইও।।

আঁখিজলে ভাসাই পাপীগণে
না পাওয়ার বেদন  সই কেমনে
সকাতরে রই তব সাধনে
অধম বলে তুমি কভু না ভুলিও।।

   রচনাঃ১৭/০১/২০২৩