হৃদে চাই তারে
(লোকজ কবিতা)

দেখা চাই  কাছে চাই
হৃদে চাই তারে।
সবাই বসো গো আসিয়া
মনে প্রাণে ডাকো তারে আসিবার তরে।।

অনন্ত অসীম তুমি আজি
এসো কৃপা করে,
তোমা বিনে এই অধম
ফিরিতে চায়না ঘরে।।

পুষ্প মাল্য সুবাস বাতি
যতনে রেখেছি আগারে;
অশ্রুজলে ডাকছি তোমায়
পাক পূত অন্তরে।।

প্রতীক্ষায় কাঁদছি সবে এই আসরে;
হায়রে!কবি বলে তোমায় পাইলে
নাহি দিতাম ছেড়ে।।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   ০৭/০১/২০২২