হৃদয়ে লেখ
(গীতি কবিতা)
শুনি আমি আকাশ জুড়ে
বাজে নাম তব তারার ভিড়ে।।
কখন যে সে নাম ভূমে এলো
অজান্তে মম হৃদয় ছুঁয়ে দিলো,
ব্যথা মুছে যায় শান্তি ধারায়
লাজে মরি হায়!শুধাই কারে।।
তারা ভরা আকাশ রাতে
নীরব মিলে মন তারই সাথে,
তোমার নামে হৃদয় মম
লিখে রেখ এমন করে।।
গভীর হয়ে থাক্ সদা জীবন সাথে
তোমার আলোয় যাবো তাই জিতে,
আজি শত বেদন, ভুলি এ লগন;
সেই আলোতে আঁধার মম
লুকিয়ে যায় চিরতরে বহুদূরে।।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২১/১০/২০২০,বিমান বন্দর,ঢাকা।