মম হৃদয় মাঝে-
লিখেছি তোমার নাম রক্তের আখরে।
তোমারই অজানা-
তুমি আমারে বেঁধেছো অজানা সুরে।।
সেই সুরের তানে ভাসে ফুলেল সৌরভ,
সেই সুরের তানে আসে কবির অনুভব।
তোমারই অজানা-
রেখে দিয়েছি তোমার নাম মম হৃদয় কোটরে।।
তোমার অপূর্ব ছবিখানি
শারদ জোছনায় বসাই আনি
বীণা বাজাই ললিত রাতে,
সোনার প্রভায় তব কিরণে ছড়ায় সুদূরে।।
রচনাঃ১৮/৯/২০১৯,ঢাকা।