হৃদয় কেটে মম করেছি গিড়ি পথ
সুখে সতত চলিতে তোমারই রথ,
মম দেহ পিঞ্জরে যতই রক্ত ক্ষরে
অঙ্গ জুড়ে শত ব্যথা সহিব জগন্নাথ।
এই হৃদ মাঝে চাহি তোমা তরে-
বিচরণে তব শুধু ধন্য করো মোরে,
যত যাতনা পাই আমারই হিয়ার কোণে
তোমা পানে কভু কিছু চাহিব নারে।
কহিব না কোন ক্লিষ্ট কথা তোমারে;
ভালো থেকো সদা এই ভুবন নীড়ে
আলোয় ভরা প্রাণ তব জীবন যৌবনে,
ব্যথা বহে শুধু ডুবিতে চাহি অথৈ সাগরে।
রচনাঃ ১৮ জুলাই, ঢাকা।