হরষে বিষাদ
বঙ্গতে আগম তোমা নব বর্ষরাজ;
আয়ুহীন দিন দিন হরষে বিষাদ,
কী গতি কী প্রকৃতি জ্ঞাত নাহি আজ
শোকাতুুর বিশ্ব ভরা অজ্ঞ তব সাধ।
কুক্ষণে আসিলে তুমি শিরে পড়া বাজ;
কারারুদ্ধ সর্বজন কোথা নব স্বাদ!
করোনা গ্রাসে লয় শোভাযাত্রা সাজ,
কেমনে বরি তোমায় কুসুমে শ্বাপদ।
উচু-নিচু দম্ভ পিষ্ট কোথা শক্তিধর?
মুহূর্তে পৃথ্বী প্রলয় পারঙ্গমে ত্রাহি!
এ ক্ষণে ক্ষয় হবে কি পাপ যাতনার?
ধরা দাগ অপসৃত নব লগ্নে চাহি।
নিশিদিন নরে নর হানবে কি আর?
শুভ বারতা শোনাও তব স্তুতি গাহি।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৪/০৪/২০২০
( বাংলা নববর্ষে)