অবারিত আলো বাতাসে বেড়ে ওঠা
শেকড়ের মূল যে মাটি জলে গ্রথিত
মায়া বিজড়িত আহা কত না স্মৃতি!
চিত্রপটে ভাসে অবিরত।
ছায়া সুনিবিড় রূপময় গ্রাম ছবি
সবুজে আচ্ছন্ন যেন শিল্পীর তুলির আঁচড়
জন্মসূত্রে সেথা রয়েছে নাড়ির টান।
সবে মিলে রচা স্বর্গ কানন
লাশ হয়ে ফেরা সে মমতার শেকড়ে,
ঠাঁই নাই ঠাঁই নাই এ মৃত্তিকায়;
জ্বলে প্রতিরোধের আগুন
মমতাময়ী মানুষেরা আজি অচিন।
লাশ হয়ে বুঝা গেল কে কার তরে!
মাটির স্বত্ত্বটুকু করোনায় নিলো কেড়ে?
করোনা ঝাঁকুনিতে ঝরে কোটি প্রাণ,
হতচ্ছরি আগমন পূর্বে যদি দীপ নিভে যেত
স্বজন শুভার্থীর শেষকৃত্যে হয়ত থাকতো ভিড়,
করোনায় কেন লাশ হতে গেলি হতভাগা?
এতো মহাপাপ!অমার্জনীয় অপরাধ!
কোন না কোন ক্ষণে মৃত্যু রয়েছে লিখন,
তবে করোনা পাপে নয়;
হয় যেন অন্য কোনো উপায়।
রচনাঃ১৯/০৬/২০২০