হিম হিম শিহরণ
হেমন্তের বাতাসে হিম হিম শিহরণ
সিত্রাং চলে যাওয়ার পর
শীতাতপ নিয়ন্ত্রিত দেশ এখন
আমেজ বিরাজিত সর্বত্র শীতের।
বিকেলের মৃদু কুয়াশায় ঢাকে তপন
হালকা হিমেল হাওয়া বইছে উত্তরের
প্রকৃতির নিয়মেই চলছে এমন
আহা!এমনি হতো যদি সারা বছর!
সকালে উঁকি দেয় ভেজা ভেজা কাঁচা ধান
শীতের আগমনী বার্তা যেন কুয়াশার চাদর
মৃদুমন্দ সমীরণ ফুরফুরে মন
প্রত্যাশা এমন নাতিশীতোষ্ণ আবহাওয়ার।
শীতের সবজি বাজারে বিচরণ
লেপ কাঁথা তৈরিতে ব্যস্ত কারিগর
বসন্তের ছোঁয়ায় এখন হেমন্ত ক্ষণ
ষড়ঋতুর দোলায় দুলছি পরস্পর।
রচনাঃ২৮/১০/২০২২