উতাল সমীরে বৃষ্টি ঝরে
সারা বেলায় অঝোর ধারায়।

টাপুস টুপুস ডালে ডালে
রিমঝিম সুরে চালে চালে
নৃত্য ছন্দে পাগলা হাওয়ায়
হরষে দোলে পাতায় পাতায়।।

মাঠে বাটে যৌবনা জলে
সবুজ ঘাসে উকি মারে
বিলেঝিলে শাপলা ফুলে
হরিত শষ্যক্ষেতে প্রাণ জুড়ায়।।

আকাশ থেকে ছন্দতানে
সিক্ত ধরাতল বরষণ অশ্রুবানে
শুধু ধূসর হেরি বসে বাতায়নে
হিল্লোল বহে রূপে মম হৃদয়।।


রচনাঃ১৩ আগস্ট,২০১৯