নও গো তুমি অচেনা হে সুনয়না
তোমার ঠিকানা গো আকাশের ওই নীল সীমানা।

শেষ বিকেলে সাগর কোলে
নিত্য হেরি উর্মী দোলে
হৃদয় দোলায় তালে তালে নগাল পাইনা।।

দেখি তোমায় কৌমুদী রাতে
শিশির ভেজা শরৎ প্রাতে
গোধূলি লগনে সোনালি কিরণে ওগো ললনা।।

নীল দরিয়ায় সাঁতার কেটে
পৌঁছে যাব তোমার বাটে
ভুলেও নাহি যাব অন্য ঘাটে
হৃদয় দিয়ে চিনে নিব নও গো অজানা।।


রচনাঃ১১ আগস্ট,২০১৯