হে বন্ধু, এত মায়া তব অন্তঃকরণে,
তুষানলে দগ্ধ হৃদ যন্ত্রণা ভাীষণ;
জ্বলে-পুড়ে অবিরামে বিদায় লগনে,
অঝোর ধারায় ঝরে শিকতো নয়ন।
বিষাক্ত শরে বিদীর্ণ যায় যায় প্রাণে;
মম বক্ষ ফেটে বহে বিস্ময় প্লাবন,
সব ব্যথা তুমি নিলে কোন্ আকর্ষণে!
ছাই চাপা কষ্ট অগ্নি ভুলাও সুজন।

অমোঘ নিয়ম রীতি রচে বিধাতায়,
ব্যত্যয় ঘটবে কেন আজি মম তরে?
চির ঋণী করে মোরে ধন্যে নিরন্তরে,
বেদন ভরা কাঁদন তোমা তরে নয়।
অকৃত্রিম বন্ধু চেনা কর্ম অবসরে;
তোমা কষ্টে হৃদ মম ভরেছে ব্যথায়।

    রচনাঃ০৮/৯/২০১৯
[ভেঙ্গে পড়া সহকর্মী প্রতি]