হারে দেখায় জয়ের পথ

কোন কর্মে যখনই কেউ যায় হেরে
নিশ্চয়ই মন তার ক্রোধে ওঠে ভরে,
হারের চূড়ান্ত পরিণতি রেগে যাওয়া স্বরে
হার থেকে না কেউ শিক্ষা গ্রহণ করে!

আজ যিনি সফলতার উঠেছে গিরি চূড়ে
তাড়া করে ব্যর্থতার গ্লানি ;পেছনে তারে
টমাস আলভা এডিসন ব্যর্থ বারে বারে
হয়নি নিরাশ কভু বিজলী বাতি আবিষ্কারে।

হ্যারি পটার মুদ্রণে বারো প্রকাশক অস্বীকারে!
তেরো নম্বর প্রকাশক পৌঁছায়  সাফল্যের দ্বারে,
নিজ হারের দায়িত্ব নিতে হয়  নিজ ঘাড়ে ;
চোখের জলে ভেসে দীনহীন না হবার তরে।

অন্য জনে কারো তরে যত প্রত্যাশায় ;
তার হতে ভাবতে হবে নিজে উচ্চতায়।

রচনা:১৩ আগস্ট, ২০২৪।