সোনাঝরা মম স্মৃতিপাতা মুছে গেলো হায়!
নানা রঙের দিনগুলি মোর হারালো কোথায়।

খাঁচায় বন্দি নাহি রলো
কান্না-হাসি উবে গেল
সব হারিয়ে যায় সে কোন্ দূর অজানায়।।

তারই আগমন আশে
কুমুদগুলি জলে হাসে
গন্ধসুধা নাহি নিল ভাঙ্গলো মোর হৃদয়।।

নিশিথে ঘোরে দেখি স্বপন
নাহি সহে এত বেদন
খুঁজি তারে গগনতে তারায় তারায়।।

মতোয়ারা গানের সুরে
বেঁধেছিলে সুখ নীড়ে
সবই আজি মূল্যহীনে শূণ্য  এ বসুধায়।।


    রচনাঃ০৪/১১/২০১৯,ঢাকা।