গুরুদক্ষিণা

হেঁটে চলছেন গুরু লাল গালিচায়
শিষ্য হাঁটেন বাইরে গালিচা ছেড়ে,
সতর্কে পা ফেলে তিনি
গুরুর আগে যেন না পড়ে।
পাশাপাশি নিয়ে চলা সভাতে
শ্রদ্ধা চিত্তে সহায়তা হাত ধরে,
এমন উপমা আজি রচে কোন্ জন?
বিস্ময়ে দেশবাসী, দেখেন গর্বভরে।
'গুরুজনে করো নতি'
আপ্তবাক্য বুঝি অসারে!
ভ্রান্ত প্রমানিত হলো আজি
শেখ হাসিনা'র সদাচারে।
কবি কাজী কাদের নেওয়াজ গুরু
শ্রদ্ধাঞ্জলি লও,আজি স্মরি তোমারে,
ধরাতে থাকলে তুমি নতুন করে রচতে
নতুন কাব্যকথা এ প্রজন্ম তরে।
বঙ্গবন্ধু কন্যা,প্রধানমন্ত্রী
আদর্শে লালিত মাতৃ-পিতৃ ক্রোড়ে,
শিক্ষা গুরু প্রতি শ্রদ্ধাঞ্জলি
নত শিরে দিয়ে—শেখান সবারে।
মানুষ তৈরি'র কারিগর হেতু
দেশ-জাতি চলে দুর্বারে,
জাগ্রত হয় জাতির বিবেক
জ্ঞান দীপ জ্বেলে যায় সব স্তরে।

নীচ, হীন,ঘৃণ্য-জঘন্য কিছু কুলাঙ্গার
গর্হিত কাজে লিপ্ত দম্ভভরে,
অসম্মান অশ্রদ্ধায় গড়া ওদের তনুমন
গুরুদক্ষিণা দেয় হামলে পড়ে!
লজ্জায় ডুবে সমাজ ডুবে  জাতি
গভীর অথৈ পাথারে।
শিক্ষা গুরু লাঞ্ছনা-খুন! এত অধপতন!
দংশিত গোটা জাতি, বিবেক মরে মরে।

ফিরে  যাই সবে—সেকালে
নতুন করে আদর্শ লিপি পড়ে
আপ্তবাক্য শিখি মনযোগে,
ধ্যান জ্ঞান কর্মে ধারণ করি, রাখি শিরে।


   রচনাঃ০৬,জুলাই, ২০২২।