গৃহকর্মী তরে দায়
  

যোগাতে ক্ষুধার অন্ন শ্রমে দিনমান;
পর গৃহে নিয়োজিত নানাবিধ কাজে,
দারিদ্র্যের দুষ্ট চক্রে যাপিত জীবন
গৃহকর্মে নারী শিশু রীতি এ সমাজে।
উচ্ছিষ্ট খাবার জোটে ভাগ্যের লিখন
বিশ্রাম অধরা,শ্রম, রাত দিন সাঁঝে;
মার চলে খসে যদি পান থেকে চুন,
গাত্রে পড়ে খুন্তি ছ্যাকা কাঁদে কৃপা লাজে।

পরার্থে স্বজন ফেলে নিরলস শ্রমে;
সন্দেহ আর বকুনি পায় উপহারে
মানবিক আচরণ চায় স্বীয় তরে
সতত মমতা আশে গার্হস্থ্য করমে।
গৃহকর্মী তরে আছে সকলের দায়;
ক্লিষ্ট জীবন যাপন ভুলাবে মায়ায়।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ১৫ মে,২০২২