হৃদয় মম তোমার সাথে
গেঁথেছি অজানা ক্ষণ
বিনে সূতায় কখনে-
তোমারই অজানায়
সিন্ধু মাঝে পেয়েছি গভীর সাধনে ।।

জল তরঙ্গ দোলার ছন্দ মিশে প্রয়াস;
বারি ধ্বনি কবি বাণী মেটায় আশ,
তোমারই অজানায়
লিখেছি হৃদয়ে তব নাম
লুকায়েছি অলিন্দ কোণে।।

তোমার অঙ্গসৌষ্ঠব প্রতিচ্ছবি
শারদ নিশায় বসিয়ে ভাবি,
বীণার সুরে ললিত গীতে
শুভ্র জোছনায়
নিমগ্ন মম প্রাণ সুরের বাঁধনে।।

  
     রচনাঃ২৩ আগস্ট,২০১৯