--গিরিতলে রক্তিম অধর--

সব রক্তিম অধরে তব কিছু নাহি মম তরে,
এত রঙিণ সুধা রাখলে যতনে দিবে কাহারে।

তোমায় হেরিছি খালে-বিলে
পুকুর জলে বনের ঝিলে
হেরিছি সদা জীবন যৌবনে ভুবন জলাধারে।।

আজি কী রূপে ফুটিলে
শোভন মেঘালয় গিরি তলে
নয়ন জুড়ালো আজি প্রভাতে নব ভান্ডারে।।

জাতীয়  পুষ্প  ফুটেছো গৌরবে
প্রীতির  মিনারে রাখে সবে
এত রূপ তোমা গিরি তলে ভাবিনু ক্ষণতরে।।

সব রূপসুধা ঢালো ডিবি হাওরে
মেঘালয় সীমানা মুক্তার পুরে
কিছু মাধুরি দাও মোরে এই ললিত ভোরে।।

--স্বরচিত
রচনাঃ২১/১২/২০১৯
(মেঘালয় গিরি পাদদেশে শাপলা হাওর।)