অঝোর অশ্রুপাতে ঘনঘোর   অাষাঢ়ে
হরষে সিক্ত  তনু মম খোলা মাঠে এ লগনে,
লুটোপুটি কাদা নীরে কী সুখ লাগে মনে!
গ্রাম্য বধুরা সিক্ত বসনে কলসিতে  সে অশ্রু ধরে।

গগন ফেটে পড়া অশ্রুমালাতে হেরি ধূসরে;
কোনো বনলতা অদূরে  হাসে সিক্ত বসনে,
মুগ্ধ মনে দেখি তারে ভেজা ভেজা নয়নে
বরিষার জল গড়ায় তার যৌবনা  শরীরে।

পুলকিত হৃদয় মম কী জানি ডাকে মোরে!
ছুটে যেতে চাহে মন কাটাতে তারই সনে,
ঈশারার মায়াজালে  শিহরণ লাগে প্রাণে;
যেতে যেতে হারিয়ে যায় সে কোন্ সুদূরে!

---------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
         রচনাঃ১৫/৬২০১৯

,