প্রাণে কী ব্যথা ভরে গেলে দূরে
সে ক্ষণ ভরা বিষে-
পথে পথে আঁধার রাতে
কী ভিজে সলিলে তোমারি,
কী ব্যথা ছিলো যে মনে।।
তব আঁখি বলে গেলে হৃদয়কোণে-
ভাবি ক্ষণে ক্ষণে আমি
হয়ে নিবিড় বিহারি,
তুমি গেছো দূর গগনে।।
বাতাসে বয়েছে হিমবাহ;
বেদনা মম তবু হৃদদাহ,
অনেক কথন বলিবারে চাই;
বিদায় ক্ষণে যা শুধাও নাই।
তা কী পড়ে রলো গো
শুষ্ক পুষ্পের ঘ্রাণ বেদনে।।
রচনাঃ০৯/০৯/২০১৯,ঢাকার পথে।