গগনের অশ্রু বারি
(গীতি কবিতা)

গগনের অশ্রু বারি পতিত অঝোরে,
সুনীলের এত দুখ কে পারে নিবারে।

খাল-বিল ভরা জল
নদ-নদী যৌবনাচ্ছল
জনপদ নয় যেন অকুল পাথার,
দিবস যামিনীভর তারই কান্না নীরে।।

ডাঙ্গাতে নৌযান চলে
শস্য ক্ষেতে উর্মী দোলে
উনুন নাহি জ্বলে যাপিত জীবনে,
দুখের সীমা নেই আগারে আগারে।।

শুধাবে কি হে অসীম!
তব দ্বারে কোন্ যম
যার তরে কান্না তোমা হয় না সসীম,
ব্যাহত জীবন মান প্রাণ যায় যায় রে।।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
  রচনাঃ৩০/০৭/২০২১