ফুলের সুবাস
    

প্রস্ফুটিত ফুল সম মাতৃভূমি মম
মাতৃভাষা যেন তার ছড়ানো সুবাস,
মুক্তির বলিষ্ঠ কণ্ঠ বহ্নি ইতিহাস
বিনি সুতোর বাঁধন প্রত্যয়ের শম।
রক্ত সেচা মণি মুক্তো গরবে উদ্ভাস
আশ্রয়ে লালিত জাতি মাতৃ খুঁট সম,
ফাগুনের অগ্নিশিখা  অদম্য সাহস;
মাতা রূপে  ভালোবাসা  সদা তারে নম।

শাসকেরা রক্ত চোষা উদ্যত হননে
কেড়ে নেবার মহড়া নগ্ন রূপে চালে
মুক্তির বীজ  বুনন বাঙালির ভালে
গর্বিত গম্বুজ গড়ে রাজপথে রণে।
রক্ত শপদে কম্পিত পাপের প্রাসাদ;
একুশে জোয়ারে ভাঙ্গে শোষকের বাঁধ।

  —অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ২১ফেব্রুয়ারি,২০২২