ফল্গুধারা
(গীতিকবিতা)
ফল্গু ধারায় ধারায় চলে মন-প্রাণ
মম হৃদে বহমান কেউ দেখেনা বান।
তোমার হরিৎ পরা বসন
হেরি অলিন্দের বাতায়ন
বারে বারে আগমনে সেথা হৃদয় ধাবমান।
এমন বসন্তের এই ক্ষণে
তোমায় পলকহীন দরশনে,
এলোকেশী তনু ভাসে
অকারণ সুখ আশে,
অলক্ষ্যে জেগে ওঠে সুখ বাঁশরি তান।
তোমার হরিণী বরণ আঁখি
অন্তরে হরষ ভরে চাখি,
অলিন্দে করো না আনাগোনা
অপরশে ভুলাও মায়া ঘোনা,
ইন্দু আলোয় তব রূপে উথলে ওঠে গান।
রচনাঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫।