ফিরে দেখা বন্ধুত্ব
(অন্তিম পর্ব)
অবশেষে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকে যায়
ফিরে যাই যার যার পথে—মধুরেণ সমাপন,
ঢাকায় বন্ধু রয় ব্যবসায় শুরু আশে—
একই পথে হাঁটে কতেক,নেয় ঢাকাতে অবস্থান।
কলেজ শিক্ষক বনি, রাজধানী আমা তরে নয়!
ঢাকার বন্ধুরা পায় কনক খনি সন্ধান,
সেই বই-খাতা লেখনী'র সাথে বন্ধুত্ব আবার,
বন্ধুবরে কদাচিৎ দেখা যখন ঢাকা আগমন।
দু'টি বিন্দু যেন রচে বিপরীত গতিপথ
ঝাপসা হতে থাকে যায়যায়দিন,
এভাবে পেরিয়ে যায় একাধিক যুগ
আসমান জমিন প্রভেদ সৃষ্ট কর্মময় জীবন।
একদা অপেক্ষায়,লাউঞ্জে ঢাকা বিমান বন্দর
বন্ধুর রাজপ্রাসাদ আশেপাশে—ভাবায় মন,
বরিশালের যাত্রী হয়ে আসতে পারে বন্ধুবর!
সহসা ঢুকে বন্ধু!মিলে যেমন চিন্তন।
এমন দেখায় আনন্দধারা বহে বন্দরে,
কফি নিয়ে আসে সে চুমুক দেই দু'জন,
যাত্রা পথটি রচিত হয় নতুন ইতিহাস
সুখের পায়রা হয়ে ডানা মেলে উড়ি,হেরি গগন।
রচনাঃ ০৮ জুলাই, ২০২৩।