ফেলে আসা শৈশব
(সনেট)

পুষ্পে সজ্জিত শৈশব কাটে দিনগুলি
হাতছানি দিয়ে ডাকে নিতি বারে বারে,
হরেক রঙে রঞ্জিত স্মৃতি নাহি ভুলি!
নিষ্ফল এ অভিলাষ যেতে নারি ফিরে।

হর্ষে স্কুলে যেতে পথে বইপত্র ফেলি
স্যারের পিটুনি খেয়ে ফিরি নিজ নীড়ে,
নব বই শোধা গন্ধে আকুলি বিকুলি!
গুরু পাঠনায় মগ্ন গাঁয়ের কুটিরে।

ধুলি মাঠে কাদা নীরে নিত্য যাই খেলে
জোছনায় পুঁথি পাঠ শুনেছি উচ্ছ্বাসে,
ভয়ে প্রাণ কেঁপেছিলো ঝড় জলোচ্ছ্বাসে!
মাতৃস্নেহে জ্যেষ্ঠ ভগ্নি তুলে নেয় কোলে।
সুখ-দুঃখের শৈশব ফুরায় নিমেষে ;
পিতৃ ভগ্নির বিয়োগে ভাসি আঁখি জলে!

   রচনা:২৮ অক্টোবর, ২০২৪।