এত সুধা
(গীতিকাব্য)

এত মধুর সুরে গাও কেমনে হে কবি,
অবাক মনে ভাবি, শুধু ভাবি।

মনের মাঝে বাহার বাজে সাযে,
সুরের জ্যোতি ছড়ায় পৃথ্বী মাঝে,
ব্যাকুল হৃদে সুরের ধ্বনি বাজে,
ধরার বুকে জেগে ওঠে রবি।

মনে মনে আমি গেতে চাই,
কন্ঠে মম কোনো যে সুর নাই,
বলো কবি কোথায় সুর পাই,
তোমার গানে ভাসে জীবন ছবি।

বিস্ময় লাগে তাই কেমনে শুধাই,
ব্যর্থ আমি কী করে বোঝাই,
আঁখি জলে ভাসি ভাষা নাহি তাই,
তোমার সুরে এত সুধা ভবি।


   রচনাঃ২৬/১১/২০১৯