এত জ্বালা
(গীতিকাব্য)
এত জ্বালা প্রাণে মম সয় না
সখা আর।।
আঁখি পাতে কভু নিদ হয় না
এত জ্বালা প্রাণে মম সয় না
সখা আর।।
জ্বলিয়া পুড়ে হৃদ লাগে ভীত ভুলি গীত
ঘরে মম পোড়া মন রয় না
সখা আর।।
যাইয়া নিবিড় বনে
শত ব্যথা নিয়ে সনে
আঁখি জলে বাধা কেন যায় না
সখা আর।।
রচনাঃ০৯/০২/২০২০